খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি।।
জেলার খালিয়াজুরী উপজেলায় গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের চাঞ্চল্যকর একটি হত্যা মামলার আলোচিত এক আসামিকে ধরার পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিষয়টি যেন গণমাধ্যমে প্রকাশ না হয় সে জন্য এলাকার চেয়ারম্যান, মেম্বার ও একটি প্রভাবশালী মহল তৎপর হয়ে উঠেছে।
জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের কুতুব উদ্দিন মেম্বার দুর্বৃত্তদের হাতে খুন হন। পরে নিহতের ছোট ভাই মোঃ আরিফ রহমান বাদী হয়ে খালিয়াজুরী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ২, তারিখ- ০৯/১১/২০১৩। উক্ত মামলার এজাহারভুক্ত আসামি বয়রা গ্রামের সাত্তার মিয়ার ছেলে মোঃ উজ্জল মিয়া।
পুলিশ দীর্ঘদিন ধরে ওই মামলার আসামিদের গ্রেফতার করার চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় একাধিক বার অভিযানও চালায় পুলিশ। সর্বশেষ গত শনিবার বিকাল ৩টায় পুলিশের এস,আই মোঃ নাসির উদ্দিন আসামির নিজ এলাকা থেকে উজ্জল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
কিন্তু কয়েক ঘণ্টা পর রহস্যজনক কারণে আসামি উজ্জল মিয়াকে ছেড়ে দেয় পুলিশ। বিষয়টি এলাকায় জানাজানি হলে সর্বত্র তোলপাড় শুরু হয়। এস,আই নাসির উদ্দিন উজ্জল মিয়াকে আটকের কথা স্বীকার করেন। তবে তিনি সাংবাদিকদের জানান, উজ্জলের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে স্ব-সম্মানে ছেড়ে দেয়া হয়েছে।
হত্যা মামলার বাদী মোঃ আরিফ রহমান ক্ষোভের সাথে অভিযোগ করে জানান, মোটা অংকের টাকার বিনিময়ে কিছু দালালের মধ্যস্থতায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন এস,আই নাসির উদ্দিন। এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি শওকত আলী জানান, বর্তমানে আমি স্টেশনে নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।