নিজস্ব প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবুল হাশেম (১৭) নামের এক যুবক পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন।
রোববার ১৮ জুন বেলা আড়াইটার দিকে উপজেলার গোপদীঘি ইউনিয়নের খাসাপুর এবং সীমান্তবর্তী ইটনা উপজেলার বড় হাতকবিলা গ্রামের মধ্যবর্তী গোখরা বিলের হাওরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ আবুল হাশেম উপজেলার গোপদীঘি ইউনিয়নের গোপদীঘি সাধুহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিখোঁজ আবুল হাশেমের ছোট ভাই রবিউল আউয়াল জানান, রোববার দুপুরে দুই ভাই আবুল হাশেম ও রবিউল আউয়াল হাওরে চিংড়ি মাছ ধরার চাঁই তুলতে যান। বেলা আড়াইটার দিকে প্রবল ঝড়ের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে আবুল হাশেম হাওরের পানিতে পড়ে তলিয়ে যান। ছোট ভাই রবিউল আউয়াল অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে আত্মীয়স্বজন ও এলাকাবাসীকে খবর দেন।
এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে বিকাল পৌনে ৬টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও নিখোঁজ আবুল হাশেমের খোঁজ মেলেনি। এলাকাবাসীর ধারণা, বজ্রপাতের শিকার হয়ে আবুল হাশেমের মৃত্যু হয়েছে।