বগি ফেলে ১০ কিলো চলল কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন!

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

সবকটি বগি ফেলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ১০ কিলোমিটার চলে যায়। ১৮ জুন রোববার চলন্ত অবস্থায় ১২টি বগি কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল এলাকায় ট্রেনের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি তাত্‍ক্ষণিক চালকের নজরে না আসলেও পরবর্তী যাত্রাবিরতির স্টেশনে এসে নজরে আসে। পরে ১০ কিলোমিটার ইঞ্জিন পেছনে এনে চালক ট্রেনটির সবকটি বগি উদ্ধার করেন।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা যায়, রোববার যথাসময় বেলা ২টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। স্টেশন থেকে প্রায় ৬ কিলোমিটার যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু তাত্‍ক্ষণিক বিষয়টি চালকের নজরে আসেনি। পরে সবকটি বগি ফেলে ট্রেনটি আরও ১০ কিলোমিটার দূরের গচিহাটা স্টেশনে যাত্রাবিরতি করার সময় সেখানে গিয়ে থামার পর বিষয়টি চালকের নজরে আসে। পরে তিনি যোগাযোগ করে জানতে পারেন বগিগুলো স্টেশন থেকে আরও ১০ কিলোমিটার পেছনে ফেলে এসেছেন। ওই সময় এ লাইনে অন্য কোন ট্রেনের যাত্রা ছিল না বলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ট্রেনের চালক তোফাজ্জল হক জানান, ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরিচালকদের (গার্ড) সাথে তার যোগাযোগ হয়নি। এ কারণে তিনি ঘটনার পর সাথে সাথে টের পাননি। কিশোরগঞ্জ স্টেশনে বগিগুলো যথাযথভাবে সংযোজন না হওয়ার কারণে এমনটা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আব্দুল হাই জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Similar Posts

error: Content is protected !!