এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত-২

সংবাদদাতা ।।
হরতাল অবরোধের কারণে পিছিয়ে যাওয়া ২ ফেব্রুয়ারির এসএসসি ও দাখিল পরীক্ষা গতকাল শুক্রবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন নেয়া হয় বাংলা ১মপত্র পরীক্ষা। নিকলী গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮৩ জন এবং মোহরকোণা আশরাফিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১৩৬ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ১৩৫ জন অংশগ্রহণ করে। নিকলী গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে পরীক্ষার্থীদের খাতা নেয়া হয়েছে বলে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্র সচিব কারার আবদুর রশিদ জানান, উপজেলার ১০টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ১২৮, ব্যবসায় শিক্ষা শাখায় ২৪৬ ও মানবিক শাখায় ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও মানবিক শাখার ১ জন অনুপস্থিত রয়েছে। এদিকে মোহরকোণা আশরাফিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র সচিব মাওলানা মাহাবুবুর রহমান জানান, উপজেলার ৫টি মাদ্রাসার মোট ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
এসএসসি পরীার্থী কয়েকজন পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে, নিকলী শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাফি উদ্দিন কোনো প্রকার সংকেত দেয়া ছাড়াই নির্ধারিত সময়ের ১০-১৫ মিনিট আগেই তাদের খাতা টেনে নিয়ে যান। এ ব্যপারে প্রধান শিক্ষক মো. শাফি উদ্দিনের ০১—৪২৩৪৫১ নম্বরের মুঠো ফোনে কথা হলে তিনি জানান, পরীক্ষা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে নির্ধারিত সময়ে খাতা সংগ্রহ করা হয়েছে। অভিযোগটি সত্য নয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!