খুলনায় অপহৃত ব্যবসায়ী ৬ অপহরণকারীসহ বাজিতপুরে উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি ।।

খুলনার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ওমর ফারুক রাসেলসহ (৩৫) ছয় অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

এ সময় অপহরণকারীদের কাছ থেকে আমেরিকান একটি পিস্তল, দুটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও নগদ এক লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। রোববার ১৮ জুন দিবাগত রাতে বাজিতপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন : রাসেলের সহযোগী শাহীন ইবনে নূর শিহাব (২৯), মোঃ গোলাম কাউছার মন্টু (৩৮), রাকিবুল হাসান রাকিব (২০), মোঃ মান্নান মিয়া (৩০) ও সোহানুর রহমান ইছাক (১৯)। র‌্যাব-১৪, সিপিসি-৩ (ভৈরব ক্যাম্প) কোম্পানি কমান্ডার মেজর নাজমুল আরেফিন পরাগ স্বাক্ষরিত সোমবার ১৯ জুন দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৬ জুন ২০১৭ তারিখে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প অপহৃত ব্যবসায়ী মো: মোনায়েম খান মিথুন (২৬)-এর বড় বোন মারিয়া জুলির মাধ্যমে তথ্য পায় যে, খুলনা থেকে গত ৭ জুন ২০১৭ একটি গাড়িসহ মো: মোনায়েম খান মিথুন (২৬) নিখোঁজ হয়। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প এ ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ শুরু করে।

অপহৃত মিথুনের বড় বোনের কাছে ব্যাংক একাউন্ট, এসএ পরিবহন ও অন্যান্য মাধ্যমে ৩৫ লাখ টাকা মুক্তিপনের জন্য বার বার ফোন করতে থাকে এবং টাকা না দিলে মিথুনকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। উক্ত মোবাইল ফোনের সূত্র ধরে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প জানতে পারে যে, অপহরণকারীরা কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে অবস্থান করছে।

গত ১৭ জুন ২০১৭ তারিখে অপহরণকারীরা অপহৃত ব্যবসায়ী মিথুনের বড়বোন মারিয়া জুলির কাছে ফোন দিয়ে কিশোরগঞ্জ এসএ পরিবহনে মুক্তিপনের টাকা পাঠাতে বলে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ, স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমা ও কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা স্বপনের নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাব সদস্যরা কিশোরগঞ্জ এসএ পরিবহনের আশপাশে ছদ্মবেশে অবস্থান নেয়।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিথুনের বড়বোন অপহরণকারীদেরকে কিশোরগঞ্জ এসএ পরিবহনে টাকা প্রেরণ করা হয়েছে বলে জানায়। এর কিছুক্ষণ পর ছদ্মবেশি র‌্যাব সদস্যরা কিশোরগঞ্জ এসএ পরিবহনের ম্যানেজারের মোবাইল নম্বর থেকে অপহরণকারীদের ফোন দিয়ে তাদের নামে খুলনা থেকে সাত লাখ টাকা পাঠানো হয়েছে বলে জানায়। স্থানীয় সংসদ সদস্যর আত্মীয় রাসেল ও তার অন্য সহযোগীরা উক্ত সাত লাখ টাকা গ্রহণ করতে এলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল অপহরণকারীদের হাতেনাতে গ্রেফতার করে।

আটকের পর তাদের সাথে নিয়ে রাসেলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় অপহৃত মিথুনকে উদ্ধারের পাশাপাশি অপর চার অপহরণকারীকে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ আটক করা হয়। এ সময় মিথুনের প্রাইভেট কারটিও উদ্ধার করা হয়। এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও র‌্যাব সংবাদমাধ্যমকে জানায়।

Similar Posts

error: Content is protected !!