নিকলী সদর ইউপি উপ-নির্বাচনে শেষ মুহূর্তে যারা লড়ছেন

বিশেষ প্রতিনিধি ।।

আগামী ১৩ জুলাই অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বুধবার ২১ জুন পর্যন্ত প্রত্যাহারের শেষ মুহূর্তে বিএনপি ও আওয়ামীলীগ মনোনীত দুই প্রার্থীই মাঠে রয়েছেন।

নিকলী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন আহম্মদ ১৯ মে মৃত্যুবরণ করলে গত ৪ জুন ইউনিয়নটির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১২ জুন চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম ক্রেতা ৬ জনের মধ্যে জামানতের টাকা জমা করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. কফিল উদ্দিন আহম্মদ, আওয়ামীলীগ মনোনীত কারার শাহরিয়ার আহম্মদ তুলিপ, আলহাজ্ব হারুণ অল কাইয়ুম ও আছমত আলী। ১৪ জুন চূড়ান্ত বাছাইয়ে এই ৪ প্রার্থীর মনোনয়ন প্রদান করে নির্বাচন অফিস। ২১ জুন বুধবার প্রার্থিতা প্রতাহারের শেষ মুহূর্তে আছমত আলী (স্বতন্ত্র), তার আগে ১৯ জুন নিকলী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুণ অল কাইয়ুম এই দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

শেষ মুহূর্তে নির্বাচনী মাঠে থাকা বিএনপি প্রার্থী ও দলটির নিকলী উপজেলার সহ-সভাপতি ডা. কফিল উদ্দিন আহম্মদ, ইউনিয়নটির সদ্য প্রয়াত চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন আহম্মদের ছেলে ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নিকলী উপজেলা ছাত্রলীগ সভাপতি কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ নির্বাচনী মাঠে লড়ছেন।

Similar Posts

error: Content is protected !!