ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহে ঈদের ছুটি ২২ জুন শুরু

নিজস্ব প্রতিবেদক ।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২২ জুন বৃহস্পতিবার থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

৩০ জুন শুক্রবার ও ১ জুলাই, শনিবার ছুটির দিন হওয়ায় ২ জুন রোববার থেকে যথারীতি অফিস খোলা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ২১ জুন বুধবার এ ছুটি ঘোষণা করা হয়েছে। বাসস

তবে আগামী ১ জুলাই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হওয়ায় এ দিন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট, হল/হোস্টেল দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১ জুন থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত বন্ধ রয়েছে। আগামী ১০ জুলাই, সোমবার থেকে ক্লাসসমূহ শুরু হবে।

Similar Posts

error: Content is protected !!