নিকলীতে মৃত্তিকার উদ্যোগে বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

কিশোরগঞ্জের নিকলীতে ২১ জুন বুধবার ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন মৃত্তিকার উদ্যোগে নিকলীর দ্বীপ হিসেবে পরিচিত ছাতিরচর ইউনিয়নের ৭৫টি পরিবারের মাঝে ঈদ-উল-ফিতরকে সামনে রেখে উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারকে দুই কেজি চাল, এক কেজি চিনি, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি মশুর ডাল ও আধা কেজি সেমাই দেয়া হয়। নিকলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাসির উদ্দিন মাহমুদ স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগের জন্য সাধুবাদ জানান।

মৃত্তিকা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঢাকাস্থ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ঈদ উপলক্ষ্যে সংগঠনটি দেশের হতদরিদ্র্য জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণসহ তাদের কর্মসংস্থান সৃষ্টির কাজ করে আসছে বিগত ছয় বছর যাবৎ। এছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগের সময়ে সংগঠনটির কর্মীদের সক্রিয় অংশগ্রহণ থাকে সংকটকালীন অবস্থা মোকাবেলায়।

সংগঠনের সভাপতি রাফী শামস জানান, মূলত পরিচিত মাধ্যম এবং অনলাইনে প্রচার-প্রচারণার মাধ্যমে সংগঠনটি তাদের আর্থিক সংকুলান করে থাকে। এবারের ঈদ-উল-ফিতরে হাওরবাসীদের জন্য মৃত্তিকার কার্যক্রমে সহযোগিতা করায় তিনি দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছাতিরচর ইউনিয়নের চেয়ারম্যান মো: জামাল উদ্দিন বন্যাদুর্গত হাওরবাসীদের পাশে এসে দাঁড়ানোর জন্য মৃত্তিকার প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

Similar Posts

error: Content is protected !!