বিএনপির নির্বাচনী কর্মীসভায় নেতাকর্মীদের হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি ।।

আগামী ১৩ জুলাই অনুষ্ঠিতব্য নিকলী সদর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত কর্মিসভায় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে নিকলী নতুনবাজার বালুর মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত বহির্ভূত কাজে জড়িত থাকলে বহিস্কারের হুঁশিয়ারি দেয়া হয়।

নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে ও দলটির নিকলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দলটির কিশোরগঞ্জ জেলার সভাপতি শরীফুল আলম সিআইপি, বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইশতিয়াক আহম্মেদ নাসির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা শফিকুল আলম রাজন, জেলা ও জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ নিকলী সদর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যের একাংশে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নিকলী সদর ইউপি নির্বাচন বিএনপির আন্দোলন সংগ্রামের একটি মাইলফলক। সর্ব সত্বা দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ইউনিয়নটিতে বিএনপির ভোট বেশি। দলীয় প্রার্থীর ফেল করার কোনো কারণ নেই। যদি কোন নেতাকর্মী দলীয় স্বার্থের বাইরে কিছু করতে চায় তবে দল তাকে ক্ষমা করবে না। বিরোধিতা বা নিষ্কৃয়তার নূন্যতম প্রমাণ মিললে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের মৃত্যুতে গত ৪ জুন নিকলী উপজেলা নির্বাচন অফিস চেয়ারম্যানের শূণ্য পদটিতে উপ-নির্বাচনের তফসীল ঘোষণা করলে বিএনপি নিকলী উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. কফিল উদ্দিন আহম্মেদকে দলীয় মনোনয়ন প্রদান করে। প্রতিপক্ষ আওয়ামীলীগ প্রার্থী নিকলী উপজেলা ছাত্রলীগ সভাপতি কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ।

Similar Posts

error: Content is protected !!