রাজীব কুমার সরকার (কটিয়াদি) ।।
শুক্রবার ৩০ জুন দুপুর আড়াইটার দিকে গোসল করতে গিয়ে কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সৈয়দা সামিরা আক্তার ছোঁয়া (১৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
তাকে উদ্ধার করে জরুরিভিত্তিতে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ভাগলপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামিরা আক্তার ছোঁয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা সদরের কটিয়াদি পৌর এলাকার চরিয়াকোনা গ্রামের সৈয়দ মোশতাক আহম্মেদের মেয়ে। জানাজা শেষে তাকে একই দিন রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।