নিকলীতে বহিষ্কৃত শ্রমিক দল নেতার প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ পদসহ সকল পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে সোমবার ৩ জুলাই বিকালে হাসপাতাল চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা করেছে বহিষ্কৃত নেতা মো. চান্দালী মিয়া।

নিকলী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈদুজ্জামান বাবলু, দল থেকে সদ্য বহিষ্কৃত নেতা মো. চান্দালী মিয়া।

বক্তারা জানান, চান্দালী মিয়া বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি অন্তপ্রাণ একজন ত্যাগি নেতা। নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ জেলা বিএনপি নেতার সহযোগিতায় ব্যক্তিগত আক্রোশ থেকে চান্দালী মিয়াকে বহিষ্কার করিয়েছে। মো. চান্দালী মিয়া তার বক্তব্যে এই বহিষ্কারাদেশটি অবৈধ এবং আবু সাঈদকে নিকলীতে অবাঞ্ছিত ঘোষণা করেন।

আগামী ১৩ জুলাই নিকলী সদর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নিকলী উপজেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি ডা. কফিল উদ্দিন আহম্মেদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হলে মো. চান্দালী মিয়া বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ পদে থেকেও দলীয় প্রার্থীর বিপক্ষে নৌকা প্রতীকের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ আনা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত রোববার ২ জুলাই কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে চান্দালী মিয়াকে সাধারণ পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

Similar Posts

error: Content is protected !!