কটিয়াদীতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

রাজীব সরকার পলাশ, (কটিয়াদী) কিশোরগঞ্জ।।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগবেতালে অনেক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের মধ্য দিয়ে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সনাতন ধর্মাবলম্বীরা উল্টোরথ টেনে নিয়ে যায়।

হাজার হাজার দর্শনার্থী ও ভক্তবৃন্দ এই রথযাত্রায় অংশগ্রহণ করেন। ১০৫ ফুট উচ্চতাসম্পন্ন ৩২ চাকার রথ ১ কিঃ মিঃ দীর্ঘ নিজস্ব সড়কে চন্ডিবাড়িতে (শ্বশুরবাড়ী) মন্দির থেকে গোপীনাথ ভক্তবৃন্দ আনা-নেয়া করে। তিনটি রথের একটি পিতলের অন্য দুটি কাঠের তৈরি।

উল্লেখ্য যে, বাংলাদেশের মধ্যে অন্যতম এখন পর্যন্ত এটিই একমাত্র দূরপাল্লার রথযাত্রা।

Similar Posts

error: Content is protected !!