সংবাদদাতা ।।
নিকলী পুকুরপাড় নয়াহাটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাতলেব উদ্দিন আনোয়ারী রাহঃ স্মরণে ইছালে ছাওয়াবের মাহফিল পুকুরপাড় মাদ্রাসার মাঠে রোববার মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মাহফিলে শুভাগমন করেন সোনাকান্দা দারুলহুদা দরবার শরিফের প্রধান খলিফা ও কুমিল্লা সৈয়দপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ সালেহ উদ্দীন। আলোচনা করেন মিঠামইন মহিষারকান্দি দরবারের পীর মাওলানা আমির উদ্দিন, মাওলানা আবুল হোসাইন, মাওলানা এ,জে,এম শাহাব উদ্দিন, পীরজাদা ওসমান হারুনী প্রমুখ। মাহফিলে সভাপতিত্ব করেন পুকুরপাড় জামে মসজিদের সভাপতি আছমত আলী। পরিচালনা করেন ক্বারী মাওলানা মাহবুবুল আলম।