আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন পাকুন্দিয়া উপজেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাক-যোগ্যতার সনদ পেয়েছে নিটল-নিলয় গ্রুপ। ৯১ দশমিক ৬৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই জোনে আগামী ডিসেম্বর থেকে শিল্প স্থাপনের কাজ শুরু হবে।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপকে এই সনদ প্রদান করা হয়।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এবং নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, বেজার নির্বাহী সদস্য ড. এম এমদাদুল হক, মো. হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, শিল্পায়নের জন্য দরকার রাজনৈতিক সিদ্ধান্ত এবং উদ্যোক্তা ও সহায়ক শক্তির সমন্বয়। বর্তমান সরকার সেগুলো ঠিকমতো করতে পেরেছে। যার বড় উদাহরণ হলো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা।
তিনি বলেন, শিল্পায়নের সহায়ক শক্তি-বিদ্যুৎসহ অন্যান্য পরিসেবার যথেষ্ট উন্নতি হয়েছে। আশা করি শীঘ্রই এতে এলএনজি যুক্ত হবে, তখন বিদ্যুৎ উৎপাদনের গতিশীলতা আরো বাড়বে।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, আগামী ডিসেম্বরে কিশোরগঞ্জ জোনে শিল্প স্থাপনের কাজ শুরু করতে পারবো। ইতোমধ্যে চীন-জাপানের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এই জোনে ১০০ থেকে ১১০টি শিল্প প্লট তৈরি হবে বলে তিনি জানান।
কিশোরগঞ্জ জোনের সাথে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে, যা জোন থেকে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সরবরাহ করা হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় পানি শোধনাগার প্ল্যান্ট, বর্জ্য পরিশোধনাগার প্ল্যান্ট, অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ সকল পরিবেশবান্ধব ব্যবস্থা থাকবে। এছাড়াও এই জোনটি ভৈরব-কিশোরগঞ্জ রেললাইনের গচিহাটা রেল স্টেশনের সাথে নিজস্ব লাইন দ্বারা সংযুক্ত আছে।
প্রস্তাবিত শিল্পখাতসমূহের মধ্যে গার্মেন্টস ও টেক্সটাইল, তথ্য প্রযুক্তি ও টেলি-যোগাযোগ, লেদার ও ফুটওয়ার, এগ্রোবেইজড ফুড এন্ড বেভারেজ, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইলস্, স্টিল, ইলেকট্রনিক্স, আইটি, ফার্নিচার, পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি এবং রফতানি জাতীয় শিল্প খাত রয়েছে। এখানে ১৫ হাজারের অধিক কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছে বেজা।