নিজস্ব প্রতিনিধি ।।
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
আজ বুধবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর মাঝে ১৫টি বাইসাইকেল বিতরণ করা হয়।
এ সময় কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ, কে, এম গোলাম কিবরিয়া, লোহাজুরী ইউপি চেয়ারম্যান মোঃ আতাহার উদ্দিন ভূইয়া (রতন), লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ নুরূল ইসলাম বিএসসি, মোঃ রফিকুল ইসলাম (মাস্টার)সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।