ভৈরবে রেললাইনের মাটি সরে ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল ব্যাহত

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের ভৈরবে প্রবল বৃষ্টিপাতের কারণে রেললাইনের মাটি সরে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ৫ জুলাই বুধবার সকাল ৬টা থেকে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা এ পথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে ভৈরবে প্রবল বৃষ্টিপাত হয়। এর ফলে বৃষ্টির পানি রেললাইন দিয়ে নিচে নামার কারণে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের অদূরে ২৯ নম্বর সেতুর কাছে ২৮ নম্বর সেতু এলাকায় রেললাইনের নিচ থেকে মাটি সরে যায়। সকাল ৬টার দিকে আখাউড়া থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন তিতাস এক্সপ্রেস ওই স্থান দিয়ে অতিক্রমের সময় বিষয়টি চালকের নজরে আসে। এবং চালক ট্রেনটি থামিয়ে রাখেন। পরে খবর পেয়ে ভৈরব বাজার রেলওয়ের সহকারী প্রকৌশলী আহসান হাবিবের নেতৃত্ব একটি দল ঘটনাস্থলে গিয়ে ক্রটি মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভৈরব বাজার রেলওয়ের সহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান, ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের পর থেকে ভৈরব রেলওয়ে সেতু এলাকা পর্যন্ত রেললাইনের পাশে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব স্থাপনার কারণে রেললাইনের ওপর থেকে পানি নিচে না নেমে রেললাইনের পাশে জমে থাকে। এতে ওই সব এলাকায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।

ভৈরব রেলওয়ের উপ-সহকারী মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, অবৈধ দখলকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তবে বিষয়টি রেলওয়ে স্টেট বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে।

Similar Posts

error: Content is protected !!