আমাদের নিকলী ডেস্ক ।।
ফ্রিজ সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাকসুদুর রহমান মাহমুদ (৩২) নামে এক ফ্রিজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত মাকসুদুর রহমান মাহমুদ পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের মাওলানা মোঃ মজির উদ্দিনের ছেলে।
নিহতের বড় ভাই মাহফুজুর রহমান জানান, মাকসুদুর রহমান মাহমুদ বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের বাড়িতে নষ্ট হয়ে যাওয়া একটি ফ্রিজ সারাতে যান। এ সময় মাকসুদুর রহমান মাহমুদ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন।
দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাইজহাটি মাদরাসা মাঠে বৃহস্পতিবার ৬ জুলাই সকাল দশটায় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
সূত্র : ফ্রিজ সারাই করতে গিয়ে মিস্ত্রীর মৃত্যু [কিশোরগঞ্জ নিউজ, ৬ জুলাই ২০১৭]