মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের কাছে একরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল।
এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরিফুল ইসলাম জানান , বেলা ২টা ৪০ মিনিটে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ২টা ৩০ মিনিটে ইঞ্জিন ঘুরানোর সময় রেলওয়ে স্টেশনের অদূরে একরামপুর পয়েন্টে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।
ইঞ্জিনটি উদ্ধারের জন্য আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।