জেলা পূজা উদযাপন পরিষদ, ভূপেন সভাপতি প্রদীপ সম্পাদক

সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জে পূজা উদযাপন পরিষদের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। এর সভাপতি হয়েছেন সাবেক সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, আর টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হয়েছেন নারায়ণ দত্ত প্রদীপ।

শহরের কালীবাড়ীতে শুক্রবার ৭ জুলাই দিনব্যাপী অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ৫ জনের নাম ঘোষণা করা হয়।

অন্য তিনজন হলেন, সহ-সভাপতি পীযুষ কান্তি সরকার এবং দুই সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার ও বিশ্বজিৎ ঘোষ অলক। ঘোষিত নতুন কমিটির সদস্যরা পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

গত কমিটির সভাপতি অ্যাডভোকেট বিজয় শঙ্কর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ছাড়াও আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন ও পদ্মাবতী দেবী, স্থানীয় নেতা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অ্যাডভোকেট পরিতোষ চক্রবর্তী, নারায়ণ দত্ত প্রদীপ প্রমুখ।

সূত্র : সভাপতি ভূপেন্দ্র ভৌমিক সম্পাদক নারায়ণ প্রদীপ  [কিশোরগঞ্জ নিউজ, ৮ জুলাই ২০১৭]

Similar Posts

error: Content is protected !!