ভারতের সেলফি রোগ, মৃত্যু সংখ্যায় বিশ্বে এক নম্বরে

আমাদের নিকলী ডেস্ক ।।

১৭ বছরের প্রীতি পাইস। মুম্বাইয়ের মেরিনা বিচে ঢেউয়ের সাথে সেলফি তুলতে গিয়ে পানির তোড়ে ভেসে যায়। পারফেক্ট সেলফি তোলার নেশায় নিজের জীবন নিয়ে কতটা ঝুঁকি নিচ্ছে সে, তা খেয়ালও করেনি। শুধু প্রীতি নয়, সেলফি-জ্বর কেড়ে নিচ্ছে বহু প্রাণ।

কখনো ছুটন্ত ট্রেন, কখনো পাহাড়ের খাদ, কখনো আবার বাঘের সাথে সেলফি তুলতে গিয়ে অকালে প্রাণ হারাচ্ছে বহু তরুণ-তরুণী। স্বাভাবিক ভাবেই নিজেকে নিয়ে মত্ত নয়া প্রজন্মই এই সেলফি জ্বরে বেশি আক্রান্ত।

সেলফি প্রসঙ্গে সম্প্রতি সামনে এসেছে এক তেঁতো তথ্য। গোটা পৃথিবীর মধ্যে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সংখ্যায় ভারত রয়েছে শীর্ষে। মার্চ ২০১৪ থেকে সেপ্টেম্বর ২০১৬-র মধ্যে গোটা পৃথিবীতে ১২৭ জনের সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়। তার মধ্যে ভারতেই মারা যায় ৭৬ জন।

এই প্রবণতাকে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। সেলফি তুলে সাথে সাথে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যত বেশি সম্ভব ‘লাইক’, ‘কমেন্ট’ কুড়ানোর চেষ্টায় মেতেছে গোটা একটা প্রজন্ম।

এই প্রবণতা ঠেকাতে প্রশাসনের তরফে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। শুরু হয়েছে #SafetyBeforeSelfie ক্যাম্পেইন। বিভিন্ন জনপ্রিয় সেলফি পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। কিন্তু সচেতনতা না বাড়লে শুধুমাত্র নজরদারি বাড়িয়ে এই প্রাণঘাতী প্রবণতা আটকানো যে সম্ভব নয় তা স্বীকার করে নিয়েছে প্রশাসন।

সূত্র : সেলফি-রোগে ভুগছে ভারত, মৃত্যুতে ১ নম্বর বিশ্বে  [দেশে বিদেশে, ৭ জুলাই ২০১৭]

Similar Posts

error: Content is protected !!