ভৈরবে ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

ভৈরব সংবাদাদাতা ॥

কিশোরগঞ্জের ভৈরবে তমা (৪) নামে এক শিশুকে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করে একই বাড়ির বিল্লাল মিয়ার ছেলে কাঠমিস্ত্রি আলামিন (৩৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে শহরের কমলপুর গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম আব্দুল হক মোল্লা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

শিশুটির মা রেনু বেগম জানান, গত বৃহস্পতিবার দুপুরে তমাকে পার্শ্ববর্তী সালাম মিয়ার ঘরে টিভি দেখতে দিয়ে সে বাহিরে দোকানে যায়। আলামিন তার মেয়ে তমাকে ২ টাকার নোটের লোভ দেখিয়ে আলামিনের ঘরে নিয়ে যায়। তখন সে তমাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানী সহ ধর্ষণের চেষ্টা করে।

রেনু বেগম বাড়িতে ফিরে যে ঘরে তমাকে টিভি দেখতে দিয়ে যায় সেই ঘরে না পেয়ে মেয়েকে খুঁজতে থাকে। এসময় পার্শ্ববর্তী আলামিনের ঘর থেকে বেরিয়ে শিশুটি কান্না করে মাকে এসে বলে আলামিন তাকে জড়িয়ে ধরে তার পেটের নিচে পানি ছেড়েছে। তখন তার মা শিশুটির পরনের কাপড় খুলে দেখেন তার শরীর ও কাপড়ে বী… লেগে আছে। বিষয়টি বাড়ির সবাইকে জানালে মাদকাসক্ত আলামিন বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন শুক্রবার ভৈরব থানায় শিশু তমার মা রেনু বেগম বাদি হয়ে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। ভৈরব থানার ওসি তদন্ত মো: আবু তাহের মিয়া জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামি আলামিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Similar Posts

error: Content is protected !!