মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জের ইটনায় ১৮০টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ৯ জুলাই রোববার বিকেলে ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কেরুয়ালা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতির জ্যৈষ্ঠ ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ সময় ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মনিরউদ্দীন মজুমদার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১০ নং এলাকার পরিচালক মো. ইদ্রীস আলী, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।