নিজস্ব প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্যাটারিচালিত অটোরিক্সার চাকার সাথে ওড়না পেঁচিয়ে লিজা আক্তার (১৬) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। ১০ জুলাই সোমবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কটিয়াদী উপজেলার পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লিজা আক্তার কটিয়াদী পৌর শহরের কামারকোনা গ্রামের মোহাম্মদ নূরুল ইসলামের মেয়ে ও কটিয়াদী মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে লিজা পরিবারের সদস্যদের সাথে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে নিজের অজান্তে চলন্ত অটোরিকশার চাকার সাথে তার ওড়না পেঁচিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।