মারুফ আহমেদ, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান শিক্ষক কামরুল হাসান ওরফে আকরাম আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা আটকের ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক বর্তমানে থানা হাজতে আছেন। এ ছাড়া ধর্ষণের শিকার ছাত্রীকেও পুলিশ হেফাজতে আনা হয়েছে। বুধবার শারীরিক পরীক্ষার জন্য তাকে জেলা সদরে সিভিল সার্জনের কাছে পাঠানো হবে।
ওই ছাত্রী অষ্টগ্রাম সদর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যালয়ের পাশেই তার বাড়ি।
ওই স্কুলছাত্রী জানায়, সোমবার ১০ জুলাই দুপুরে টিফিনের বিরতির সময় প্রধান শিক্ষক তাকে ফুসলিয়ে স্কুল ভবনের ছাদে নিয়ে যায় এবং মুখ চেপে ধরে ধর্ষণ করে। স্কুল থেকে বাড়ি ফেরার পর জামা-কাপড়ে রক্তের দাগ দেখতে পেয়ে তার মা ঘটনা জানতে চান। এরপর সে ধর্ষণের বিষয়টি জানায়।
১১ জুলাই সকালে ছাত্রীর মা-বাবা অষ্টগ্রাম থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় তার মা বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামি করে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুপুরে আরারপাড়া থেকে প্রধান শিক্ষককে গ্রেফতার করে।
সূত্র : চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার [এনটিভি অনলাইন, ১১ জুলাই ২০১৭]