খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।
জেলার খালিয়াজুরী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
“পরিবার পরিকল্পনা : জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” এ শ্লোগান নিয়ে মঙ্গলবার ১১ জুলাই সকাল ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবার পরিকল্পনা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
পরে উক্ত অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নুরুল হুদা খান সভাপতিত্ব করেন। এতে প্রতিপাদ্য বিষয়ের মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজিনা আফরিন। প্রধান অতিথি ছিলেন সাবেক খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, বিশেষ অতিথি ওসি শওকত আলী, প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা হাওর পাড়ের জনসংখ্যা দুষণ রোধে গণসচেতন, গণআন্দোলনের সৃষ্টি করতে পরিবার পরিকল্পনা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পরে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহায়িকা নির্বাচিত হয় বীনা রানী তালুকদার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয় হেলেন রানী তালুকদার ও কৃষ্ণপুর ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত করেন।