বাজিতপুরে প্রতিবন্ধী সদস্য ও গ্রামপুলিশদের বিভিন্ন সামগ্রী বিতরণ

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের বাজিতপুরে পরিবারের প্রতিবন্ধী সদস্যদের কম্পিউটার ও হুইল চেয়ার, গ্রাম পুলিশদের বাই-সাইকেল ও ভিক্ষুকদের মাঝে হাইজিন জাতীয় বিভিন্ন আসবাবপত্র বিতরণ করা হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ একই পরিবারের ৬ প্রতিবন্ধী, শতাধিক গ্রাম পুলিশ ও ২২জন ভিক্ষুকদের মাঝে এসব বিতরণ করেন।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, সরকার দেশে জঙ্গি ও সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। এছাড়াও দেশকে ভিক্ষুকমুক্ত করে সকল ভিক্ষুককে পুনর্বাসন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়াও তিনি প্রতিবন্ধী পরিবারটিকে ব্যক্তিগত ও সরকারিভাবে লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

Similar Posts

error: Content is protected !!