আমাদের নিকলী ডেস্ক ।।
ইটনায় নিজের গলায় ব্লেড দিয়ে পোঁচ দিয়ে নায়েব আলী (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ১৩ জুলাই বিকালে ইটনা উপজেলা সদরের পূর্বগ্রাম দাঁড়িকাপুরে ঘটনাটি ঘটে। নিহত নায়েব আলী পূর্বগ্রাম দাঁড়িকাপুরের মৃত বেথের আলীর ছেলে।
পুলিশ ও স্বজনেরা জানান, নায়েব আলী একজন মানসিক রোগী। প্রায়ই সে উন্মাদের মতো আচরণ করতো এবং বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতো। বৃহস্পতিবার বিকালে বাড়ি সংলগ্ন একটি খড়ের গাদার পাশে বসে ধারালো ব্লেড দিয়ে নিজের গলায় নিজেই সে পোঁচ দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সে মারা যায়। প্রতিবেশি এক নারী খড়ের গাদার পাশে নায়েব আলীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে যায়।
ইটনা থানার ওসি মো. আবদুল মালেক জানান, এ ব্যাপারে ইটনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা [কিশোরগঞ্জ নিউজ, ১৪ জুলাই ২০১৭]