খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।
নেত্রকোনা জেলার হাওরাঞ্চলে বন্যাদুর্গতদের মাঝে ইসলামী ব্যাংক নেত্রকোনা শাখার উদ্যোগে সোমবার ১৭ জুলাই বিকালে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্তরে ৬টি ইউনিয়নের ৫৫০টি পরিবারের মাঝে নগদ ৫শ টাকাসহ খাদ্য সামগ্রীর একটি প্যাকেট বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান সোয়েব সিদ্দিকী, ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের প্রধান সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ ইদ্রিস, নেত্রকোনা শাখার ম্যানেজার মোঃ রুহুল আমিন, সিনিয়র অফিসার ড. মুনিরুল ইসলাম ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।