আমাদের নিকলী ডেস্ক ।।
বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানের নাম হলো ‘ওয়াদি আল সালাম’। এটি ইরাকের নাজাফে অবস্থিত। এই কবরস্থান পিস উপত্যকার নামে পরিচিত। সন্ত্রাসী হামলার কারণে প্রতিদিন এখানে প্রায় ২০০ জনকে সমাহিত করা হয়। ইরাকি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখানে এখনও পর্যন্ত প্রায় ৫০ লাখ শিয়া মুসলমানদের সমাহিত করা হয়েছে।
আইএসআইএস-এর আতঙ্ক বেড়ে যাওয়ার ফলে এখানে প্রতিদিন মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এর ফলে এখানে কবরের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে প্রতি বছর বহু মানুষ এই কবরস্থান দেখতে আসেন।
আইএসআইএস-এর সাথে যুদ্ধ হওয়ার আগে সৈনিকরা এখানে এসে প্রার্থনা করেন যে তাদের মৃত্যুর পর তাদের যেন এখানে সমাহিত করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই কবরস্থানটি শুধুমাত্র ইরাকে নয়, সমগ্র বিশ্বের শিয়া মুসলমানরা মৃত্যুর পর নিজেদেরকে এখানে সমাহিত করতে চান।
এই কবরগুলিকে ইট, প্লাস্টার এবং ক্যালিগ্রাফি দিয়ে সাজানো। অনেক কবরে সমাহিত ব্যক্তির আর্থিক অবস্থা সম্পর্কেও জানা যায়।
সূত্র : এটিই বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান [কালের কণ্ঠ অনলাইন, ১৪ জুলাই ২০১৭]