আমাদের নিকলী ডেস্ক ।।
গাজীপুরের টঙ্গী এলাকায় মঙ্গলবার ১৮ জুলাই সকালে ট্রেনের ধাক্কায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত মনোয়ারা কিশোরগঞ্জ জেলার তারাইল থানার কৌলি গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী। বাসস
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী জংশনের দক্ষিণ পাশে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।