নিজস্ব প্রতিবেদক ।।
হাওরের জলমহাল ইজারা বাতিলসহ হাওরাঞ্চলের ৮টি দাবি নিয়ে বুধবার ১৯ জুলাই সকালে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নিকলী উপজেলা গণসংহতি আন্দোলন।
সংগঠনটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশিদ নীলু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ডের উপস্থিতিতে ৫ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত জনসাধারণের সামনে বক্তারা হাওরে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বেঁচে থাকার বিকল্প হিসাবে জলমহাল ইজারা প্রথা বাতিল, নিকলীসহ ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের কৃষিঋণ ও এনজিও ঋণ মওকুফ করে নতুন কৃষিঋণ প্রদান, ক্ষতিগ্রস্ত ২৪ লাখ পরিবারের জন্য রেশনিং ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম, বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ, বাঁধ মেরামত ও সংস্কার বিলম্বে দায়ীদের বিচার, হাওরের প্রকৃতিবিরোধী উন্নয়ন বাতিল করে হাওরের প্রাণ প্রকৃতি উপযোগী ব্যবস্থা গ্রহণ, পাহাড়ি ঢল ও অকাল বন্যা রোধে নদী, খাল ড্রেজিং করার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।